এবার পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে ‘আনন্দ শোভাযাত্রা’ হবে কি না, সে ব্যাপারে সোমবার (২৪ মার্চ) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী বলেন, ‘আগে সবাইকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা হতো না। আগে শোভাযাত্রা ছিল শুধু বাঙালিদের শোভাযাত্রা, তবে এবারের শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে।’
রোববার (২৩ মার্চ ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
ফারুকী আরও বলেন, ‘শোভাযাত্রায় পাহাড়ি-বাঙালি সবাই যার যার সংস্কৃতি তুলে ধরবে। এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোন বিধি নিষেধ থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরেও অনুষ্ঠান চলমান রাখা যাবে।’
তিনি জানান, এবারের বৈশাখের দিন (১৪ এপ্রিল) সংসদ ভবনের সামনে সন্ধ্যায় ড্রোন শো'র আয়োজন হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
