ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম

আজ সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হেলিকপ্টারে স্থানান্তরের মতো পরিস্থিতি না হওয়ায় তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, 'তামিমকে হাসপাতালে আনার পর তাঁর চিকিৎসা শুরু করা হয়। পরে ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হলেও কিছু কারণে তা সম্ভব হয়নি। তাঁর শারীরিক অবস্থা জটিল হয়ে পড়ে, তবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর আমরা আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

তিনি আরও জানান, তামিমের হার্টে রিং পরানো হয়েছে এবং তাঁকে এখন কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ড. রাজীব বলেন, 'আমরা আশা করি আল্লাহর রহমতে তিনি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন।'

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম তামিমের স্বাস্থ্য খোঁজ-খবর নিতে হাসপাতালে গেছেন।

তামিমের অসুস্থতা সম্পর্কে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, সকাল ৯টায় টসের পর তামিম হালকা বুকে ব্যথা অনুভব করেন এবং বিষয়টি তৎক্ষণাৎ দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হলেও, কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাঁর অবস্থা আরও জটিল হয়ে পড়লে দ্রুত কেপিজে হাসপাতালে নিয়ে আসা হয়।

কেপিজে হাসপাতালে এসে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এবং পরবর্তীতে এনজিওগ্রাম করে রিং পরানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তামিমের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।

আরও পড়ুন