স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এতে সংগঠনটির দুই নেতা আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেলোয়ার হোসেন মাতবর। তারা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বেদীর কিছুটা সামনেই হট্টগোল শুরু করেন। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এক পর্যায়ে দেলোয়ারকে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়। কিছুক্ষণ পর স্মৃতিসৌধের প্রধান ফটকে আবার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে হট্টগোল শুরু হয়। এ সময় ঢাকা জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা বদরুল আলম সুমনকে মারধরের ঘটনা ঘটে।
সাভার পৌর সেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেলোয়ার হোসেন মাদবর অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘ফুল দেওয়া নিয়ে ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন ঝামেলা করেছেন। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।’
আসাদুজ্জামান মোহন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্মৃতিসৌধে মারামারি হয় নাই। জাস্ট ধাক্কাধাক্কি হইছে। আমরা যারা সিনিয়র ছিলাম পরে সেটা সমাধান করে দিয়েছি। তারপরও আমরা এটা নিয়ে বসব।’
মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১