ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৬৪৪

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:৪৪ পিএম

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) দেশটির সামরিক কাউন্সিল জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১৩৯ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামরিক কাউন্সিল আরও জানিয়েছে, এর আগে প্রাথমিক খবরে দেশটিতে প্রায় ১ হাজার জন মারা গেছে বলে জানানো হয়েছিল।

জান্তাপ্রধান মিন অং হ্লাং সতর্ক করে বলেছেন, ভূমিকম্পের কারণে দেশজুড়ে এত ধ্বংসযজ্ঞ হয়েছে যে প্রাণহানি আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয় থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি পরাঘাত (আফটার শক) হয়।

মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত ১০ জন। দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। কেননা, মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে ও সেখান থেকে তথ্য পাওয়া কঠিন।

MMS
আরও পড়ুন