ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় করছে অসংখ্য মানুষ। এ গণজমায়েতকে ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টা থেকে গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। তবে এতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে উদ্যানে আসছেন অসংখ্য মানুষ।
ঘটনাস্থলে দেখা যায়, ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আর টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
পতাকা ক্রেতা শিক্ষার্থী রিফাত বলেন, ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম। ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা রয়েছে, আমি বড়টাই কিনেছি।
টি-শার্ট ও মাথার ব্যাজ পরিহিত একজন রবি বলেন, যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছি। তাই এর অংশ হতেই টি শার্ট, ব্যাজ কিনে পরেছি। যেন মনে হয় আমি নির্যাতিত ফিলিস্তিনেরই একজন।
