‘বিএনপির থেকে বেশি সংস্কার কেউ করেছে বলে জানা নেই’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির থেকে বেশি সংস্কার আর কোনো দল করেছে বলে জানা নেই। সংসদীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবই বিএনপি প্রতিষ্ঠা করেছে সংস্কারের মাধ্যমে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনকে বিএনপি সহযোগিতা করছে এবং সামনেও করবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ যতবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, বিশ্বের আর কোথাও হয়নি। আরেকবার একটি সুযোগ তৈরি হয়েছে, কাজে লাগাই সবাই। কমিশনকে সহযোগিতা করছি, করবো।

সংস্কার সদা চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সংস্কারে এত বেশি সময় না দেই যাতে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। ভালো করার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

JA