আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম দেওয়ার দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে সৌধ এলাকা ঘিরে গড়ে তোলা হয়েছে ৪ স্তরের কঠোর নিরাপত্তা বলয়।
গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে গত এক মাস ধরে ধুয়ে-মুছে ও রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। রোববার (১৪ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত হাঁটা পথের লাল ইটের ওপর সাদা রঙের ছোঁয়া দেওয়া হয়েছে। লেক সংস্কারসহ পুরো এলাকায় করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। চত্বরজুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ ও সাদাসহ নানা রঙের ফুল।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় এক মাস ধরে শতাধিক শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে সৌধ এলাকা প্রস্তুত করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ। এখন শুধু জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর অপেক্ষা।
বিজয় দিবস উপলক্ষে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ১৩টি সেক্টরে ভাগ করে ৪ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ১৩ ডিসেম্বর থেকেই সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি মনিটরিং চলছে। জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, জাতীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয়ভাবেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সাভারের বিভিন্ন সড়ক ও স্থাপনায় লাল-সবুজ আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের আয়োজন রাখা হয়েছে।
আগামীকাল দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হবে। এরপরই লাখো মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠবে শহীদ বেদি।
প্রবাসীদের নিবন্ধন ছাড়ালো ৪ লাখ
তামাক নিয়ন্ত্রণের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ