ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৩ এএম

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চার জন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। 

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু-এমং মারমা মং বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন- বরুড়া উপজেলার পয়ালগচ্ছ গ্রামের ফাহাদ হোসেন (১৩), একই গ্রামের সায়মন হোসেন (১৩)। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়া মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের নিখিল দেবনাথ (৬৪) ও দেওড়া গ্রামের জুয়েল ভুঁইয়া (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরুড়া উপজেলা পয়ালগাছা গ্রামে শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিকে, কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরা বাজার এলাকায় জমি থেকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

 

RA/FJ
আরও পড়ুন