মুন্সীগঞ্জে মর্টার শেল নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণ

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্টার শেল নিস্ক্রিয় করার সময় তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় বিস্ফোরণের তীব্র শব্দে তিনটি গরু মারা গেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করার সময় ২০০ মিটার এলাকা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। এতে মর্টার শেলের স্লিপ্টারে ঘরবাড়ি, দোকানপাট ও পশুর ক্ষয়ক্ষতি হয়। 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সকালে আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে থানায় খবর পাঠায়। পুলিশ গিয়ে ঘটনাস্থেল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২৯ এপ্রিল) সেটি নিস্ক্রিয় করার কার্যক্রম করে সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট।

 

RA/SN