ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বরিশালে হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:২৩ পিএম

বরিশালে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি।

বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রবিনকে ধরতে বরিশাল নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বুধবার (১৪ মে) বিকেলে নগরীর নগরীর আমতলার মো‌ড় এলাকায় জনতা খালেদ খান র‌বিনকে আটক করে পু‌লিশের কাছে সোপার্দ করে স্থানীয় জনতা। আহত অবস্থায় পু‌লিশ তাকে চি‌কিৎসার জন‌্য শেবা‌চিম হাসপাতালে নিলে কৌশলে সেখান থেকে পা‌লিয়ে যায় রবিন। এ ঘটনায় ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জসহ ৪ পু‌লিশ সদস‌্যকে ক্লোজড করা হয়েছে।

আরও পড়ুন