ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ মে ২০২৫, ০১:০১ এএম

যশোরের ঝিকরগাছায় শ্বশুর বাড়িতে বিষপানে আনারুল ইসলাম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (২১ মে) সকালে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলে বটতলা গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থানকালে বিষপান করেন আনারুল। তিনি যশোর সদর উপজেলার মাহিদিয়া ইউনিয়নের নতুনহাট বড় মেঘলা গ্রামের মৃত মুজিবর দফাদারের ছেলে। পরিবারের দাবি, আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পরিবারের সদস্যরারা বলেন, ঘটনার পরপরই তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

MMS
আরও পড়ুন