রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রাচীন কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও মো. হাবিবুর রহমান (৪২)।
মঙ্গলবার (২৭ মে) রাতে র্যাব-১০ সদর দপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বেইলি হাইটসের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ১১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে এসব প্রত্নতাত্ত্বিক মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছিল।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান মোহাম্মদ কামরুজ্জামান।
