ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রামে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:১৬ এএম
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের মুখোমুখি ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন   আরও দুইজন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে আহতদের মধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলার আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)।
 
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলার বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বাঁশখালীর চাম্বল থেকে চট্টগ্রাম শহরের দিকে আসা অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
 
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
SN
আরও পড়ুন