ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধবল ধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে বাংলাদেশের একাদশে পরিবর্তন?

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:৪১ পিএম

টানা দুটি সিরিজ হারের পর কঠিন সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরাজয়ের পর এবার পাকিস্তানের মাটিতেও হারের মুখে পড়েছে টাইগাররা। লাহোরে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার রাত ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। আগের ম্যাচে ইনজুরিতে পড়ায় পেসার শরিফুল ইসলাম নিশ্চিতভাবেই খেলতে পারবেন না। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে নতুন মুখকে। পাশাপাশি অতিরিক্ত স্পিনার খেলানোর সম্ভাবনা থাকায় তানভীর ইসলামের দলে ঢোকার সম্ভাবনাও উজ্জ্বল।

দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় ওপেনার পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া হতে পারে। তার পরিবর্তে অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্তকে দলে ফেরাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে বাকি একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

যেমন হতে পারে বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

বাংলাদেশ-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, রাত ৯টা
টি স্পোর্টস

আরও পড়ুন