ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে: কৃষি উপদেষ্টা

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:৩৪ পিএম

দেশের কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আবাসন প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে, সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।’

পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে কৃষকদের ফসল উৎপাদনে সহযোগিতা করছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এ বছর বোরো ধান আবাদ ১৫ লক্ষ টনের বেশি হয়েছে। তাই এবার  বিদেশ থেকে চাল আমদানি করতে নাও লাগতে পারে। পাশাপাশি আলু, পেয়াজ, আম, আদা ও হলুদের উৎপাদন আগের চেয়ে কয়েগুন বেড়েছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর ধান ১৫ দিন আগে থেকে ক্রয় করা শুরু হয়েছে। কিন্তু যারা ধান ক্রয়ের সাথে জড়িত তারা যদি দুর্নীতি মুক্ত ভাবে কাজটি করে তাহলে কৃষক আরো বেশি লাভবান হতো।

কৃষি উপদেষ্টা বারটানের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে কৃষি প্রধান্য দিয়ে নতুন নতুন গবেষণা সৃষ্টির আহবান জানান। প্রতিষ্ঠানটির কম্পাউন্ড ভবনের পাশে নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন বারটানের পরিচালক রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
 
এর আগে, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজার থানা পুলিশের অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

FJ
আরও পড়ুন