ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘জুলাই সনদ’ তৈরিতে সব দলকেই ছাড় দেওয়ার আহ্বান আলী রীয়াজের

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:০৮ পিএম

জুলাই সনদ দ্রুত তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২২ জুন) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, বাস্তবতা হচ্ছে আমরা এখনো অনেক বিষয়ে একমত হতে পারিনি। নির্বাচন প্রক্রিয়া ও বিচার প্রক্রিয়া চলছে কিন্তু সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব দলকেই ছাড় দিতে হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন, আপনারা আসছেন, কিন্তু আরেকটু এগোন। আরেকটু এগোলে আমরা দ্রুত জুলাই সনদ তৈরি করতে পারব। আলোচনার মাধ্যমে যেন আমরা এই পর্বটা শেষ করতে পারি।

আলী রীয়াজ বলেন, ‘আমরা এখানে এসেছি একটি কঠিন পরিস্থিতিতে। সে পরিস্থিতিটা ১৬ বছরের সংগ্রাম, হাজারো লোকের আত্মদান। শত শত লোকের গুম হওয়ার অভিজ্ঞতা, বহু লোক এখনো নিখোঁজ, তাঁদের অনেকের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যে আত্মদান, এতে আপনারাই সংশ্লিষ্ট। আপনাদের কর্মী, আপনাদের দল, আপনাদেরই সংগঠন। যাঁরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, যার জন্য আমরা এখানে আসতে পারলাম। ফলে এটা একটু বিবেচনা রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কত দূর পর্যন্ত যেতে পারি, এ বিষয়ে বিবেচনা করা উচিত।’

তিনি বলেন, আগামী দুইদিন বিরতি দিয়ে বুধবার আবারও বৈঠক হবে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানাচ্ছি।

AA
আরও পড়ুন