যুক্তরাষ্ট্রের বিমানহামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি। এই হামলা শুধু কয়েক মাসের জন্য ইরানকে পিছিয়ে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে এমনটি বলা হচ্ছে। বুধবার (২৫ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই মূল্যায়ন পেন্টাগনের গোয়েন্দা শাখা, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা দিয়ে তৈরি করা হয়েছে। এই মূল্যায়ন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালিত যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
এদিকে একটি সূত্র জানিয়েছে, হামলার আগে ইউরেনিয়ামগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। মার্কিন হামলায় ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র, এর বেশি কিছু নয়।
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এখনো অপসারণ করা হয়নি। যার বেশিরভাগই মাটির গভীরে রয়েছে। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক গবেষণা শুধু সামরিক কার্যক্রমের বাইরে শক্তি উৎপাদনের জন্য।
তবে, এই হামলার প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে ইরানের ভেতর থেকেও গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
চারশ কেজি ইউরেনিয়াম কোথায় সরাল ইরান