দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এ বছর প্রায় ২০ কোটি ৭৬ লাখ টাকার ঘাটতি থাকার তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেখানে এনবিআর ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৭৪০ কোটি ৯ লাখ টাকা, সেখানে অর্জিত হয়েছে মাত্র ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশনের তথ্যমতে, জুলাই মাস থেকে শুরু হওয়া অর্থবছরের প্রথম থেকে বিভিন্ন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা দেখা গেছে। জুলাই মাসে ৪৫ কোটি ৯ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকা।
আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬০ কোটি ৮৯ লাখ টাকা, তবে আদায় হয়েছে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা। সেপ্টেম্বর মাসেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, যেখানে ৫৯ কোটি ৬৬ লাখ টাকার লক্ষ্যমাত্রা ছিল, সেখানে আদায় হয়েছে ৫৫ কোটি ৭ লাখ টাকা।অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্তও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় ঘাটতি দেখা গেছে। নভেম্বর মাসে বিশেষত লক্ষ্যমাত্রার সাথে তুলনা করলে আদায়ের পরিমাণ অনেক কম ছিল, যেখানে মাত্র ৪৩ কোটি ৮৯ লাখ টাকা আদায় হয়েছে।
ডিসেম্বর ও জানুয়ারি মাসে যথাক্রমে ৫৩ কোটি ৫৬ লাখ এবং ৪৯ কোটি ৩১ লাখ টাকা আদায় হয়েছে। তবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণ সম্ভব হয়েছে, যেখানে ফেব্রুয়ারি মাসে ৭০ কোটি দুই লাখ টাকা এবং মার্চ মাসে ৯৫ কোটি ৭৭ লাখ টাকা আদায় হয়েছে। মে মাসেও লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১০১ কোটি ৮২ লাখ টাকা আদায় হয়েছে। তবে জুন মাসে আবারো ঘাটতি দেখা দিয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৬২ কোটি ৬৮ লাখ টাকা কিন্তু আদায় হয়েছে ৩৭ কোটি ৩৯ লাখ টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার মূল কারণ হিসেবে উল্লেখযোগ্যভাবে পণ্য আমদানি কমে যাওয়া। আগে যেখানে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য আমদানি হতো, বর্তমানে সেখানে মাত্র ৩০ থেকে ৩৫ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। এর ফলে রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে।'
থানায় হামলা করে আসামি ছিনতাই, ওসিসহ আহত ২৩
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০