ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম

আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ ধরেই রাজনীতি করছে এনসিপি। সেই পথ অনুসরণ করেই সংঘটিত হয়েছিল জুলাই অভ্যুত্থান।

মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা গ্রামে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে মতবিনিময় করার এক পর্যায়ে এ কথা বলেন তিনি।

দেশ গড়তে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এখন কুষ্টিয়ায়। পদযাত্রায় কুষ্টিয়ার জেলা উপজেলার এনসিপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ বরণ করে নিচ্ছেন তাদের।

নাহিদ ইসলাম বলেন, আমরা বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাইলফলক ছিল। আমরা ফাহাদের মৃত্যু এবং এর প্রতিবাদে যে আন্দোলন তা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতের আধিপত্যবিরোধী যে লড়াইটা নতুন করে শুরু হয়েছিল সেটা ওই আন্দোলন থেকেই। ’২৪-এর ফ্যাসিবাদ পতনের যে আন্দোলন সেখানের যে স্লোগান ছিল ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ এ স্লোগান। সেই প্রতিবাদ মিছিল থেকে নেওয়া।

তিনি আরও বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাঈদ আমরা সকল শহীদদের স্মরণ করি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যতজন গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছে আমরা সে সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সে সকল নির্যাতিতদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে চাই।

এ সময় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমি তাদের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরা ফাহাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের দ্রুত রায় কার্যকর করতে হবে।

Raj
আরও পড়ুন