ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুলাই শুক্রবার সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসাবে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় ও নারিকেলতলা মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা জামাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সাহাইল মাহাদিন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম ও শহীদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষ্ণপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা জামাতের সরকারি সেক্রেটারি ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।

MMS
আরও পড়ুন