ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাঁচ মামলার আসামি চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম

চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলার আসামি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক হাসানুল ইসলাম ৫টি মামলায় জামিন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে উভয় পক্ষের শুনানি শুরু হয়। চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম। শুনানিকে কেন্দ্র করে আদালতে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাশকে আদালতে তোলা হয়। এই দিন চিন্ময়ের সমর্থকরা সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এ ছাড়া আদালত এলাকায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়।পরে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়কে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ ভোট ৫টি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

MH/FJ
আরও পড়ুন