নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।
বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে দাবি নিহতের ছেলে।
নিহত মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭), মাহামুদপুর ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
নিহতের ছেলে রাসেল জানান, বিএনপির স্থানীয় অফিস ঘরের ভাড়া চাইতে গেলে আজ সকালে বিএনপিপন্থি তোতা মেম্বার ও তার ছেলে খোকন, রাসেল এবং বেণু হাজীর ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ ৬/৭ জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী জানিয়েছে, ৫ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে ‘এটা বিএনপির অফিস, কিসের ভাড়া দিবো’ বলে ভাড়া দিতে অস্বীকৃতি জানান তোতা মেম্বার।
কথা কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরবর্তীতে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।
এ সময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে বিএনপির একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজধানীতে পুলিশের ৬৬ চেকপোস্টে গ্রেপ্তার ১৮৬, মামলা ৩৩
গোপালগঞ্জে সহিংসতা: নতুন মামলায় আসামি সাড়ে ৫ হাজার, মামলা বেড়ে ১৩