ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় তাকে উপজেলার সাবগ্রাম হাটে এ ঘটনা ঘটে।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

জানা গেছে, গতকাল রাতে বিএনপির দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি সাবগ্রামে ফিরছিলেন অতুল। পথিমধ্যে সাবগ্রাম হাটে একটি দোকান থেকে ওষুধ কেনেন তিনি। এ সময় ৪টি মোটরসাইকেলে অন্তত ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে অতুলকে রক্তাক্ত জখম করে ফেলে।

হামলার সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আহত অতুলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিক্ষোভের ডাক দিয়েছে জেলা যুবদল।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, অতুলকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, দুর্বৃত্তরা সবাই মুখোশ পরে ছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

NJ
আরও পড়ুন