ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনি মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের সব ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছেন।
রোববার (১৬ নভেম্বর) দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘুরে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
এ সময় শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শাহানুর আলম ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাবলুসহ স্থানীয় বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পথসভা কেন্দ্র করে এলাকার জনসাধারণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী হচ্ছেন যারা