মালয়ালাম সিনেমার দক্ষিণী অভিনেতা ও মিমিক্রি গায়ক কালাভাবন নাভাস মারা গেছেন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কোচির একটি হোটেল থেকে অচেতন অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৫১ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২ আগস্ট) তার দেহের ময়নাতদন্ত হবে।
মালয়ালাম ছবি ‘প্রকামবনম’-এর শুটিং করতে চোট্টানিক্কারার এক হোটেলে ছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় চেক আউটের কথা থাকলেও নির্ধারিত সময়েও রিসেপশনে না আসায় শুটিং ইউনিট ও হোটেল কর্মীরা ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
তারাই তখন পুলিশকে খবর দেন। পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
অভিনেতা কালাভাবন মিমিক্রি ও অনুকরণে দক্ষ ছিলেন। মালয়ালাম সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৯৫ সালে ‘চৈথন্যম’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি বেশি জনপ্রিয় ছিলেন।
এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া
মার্ক জাকারবার্গ হয়ে পর্দায় আসছেন জেরেমি স্ট্রং