সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী দামেস্কে নিজ বাসভবন থেকে তার নিথর দেহ উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ওই অভিনেত্রীর গৃহকর্মী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সিরীয় শিল্পী সমিতির প্রধান মাজেন আল-নাতুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সংঘটিত হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ছায়া তদন্ত শুরু করেছে।
আরব বিশ্বের অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ ‘বাব আল হারা’-তে ‘উম্মে জাকি’ চরিত্রে অভিনয়ের জন্য হুদা শারাউই দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হলেও মূলত ছোট পর্দার মাধ্যমেই তিনি তারকা খ্যাতি পান। দীর্ঘ অভিনয় জীবনে তিনি দুইবার সিরীয় শিল্পী সমিতির ‘সেরা অভিনেত্রী’র সম্মাননা অর্জন করেন।
সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাজধানী দামেস্কের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ওই এলাকায় সশস্ত্র ডাকাতি ও খুনের মতো অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রিয় অভিনেত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে সিরিয়া ও আরব বিশ্বের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রেষ্ঠত্বের মুকুট অধরাই থাকলো শাকিবের
