উত্তরসূরি গিলের হাতে কিংবদন্তি গাভাস্কারের উপহার

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পিএম

ইংল্যান্ডের মাটিতে শুবমান গিলের ব্যাট যেন আগুন ঝরিয়েছে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন তরুণ ভারতীয় এই ব্যাটার। রানের এমন ফোয়ারা ছুটিয়েছেন যে, ৪৬ বছরের পুরোনো রেকর্ডকেও টপকে গেছেন! সেই রেকর্ডের মালিক ছিলেন স্বয়ং সুনীল গাভাস্কার।

১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। সেটিই ছিল অধিনায়ক হিসেবে ভারতের এক সিরিজে সর্বোচ্চ রান। গিল এবার ইংল্যান্ড সিরিজে করেছেন ৭৫৩ রান, সেই পুরনো রেকর্ড চূর্ণ করে।

রেকর্ড ভাঙায় গাভাস্কার ক্ষুব্ধ নন বরং গর্বিত! তাই তো ধারাভাষ্য কক্ষেই তুলে দিলেন এক বিরল উপহার-নিজের স্বাক্ষরযুক্ত ক্যাপ ও টি-শার্ট।

ভিডিওতে দেখা যায়, গিলকে বলেন গাভাস্কার, ‘তোমার জন্য একটা উপহার এনেছি। এটা SG লেখা, আমার নামে তৈরি। সিগনেচারসহ এই ক্যাপ আমি খুব কম লোককেই দিই।’ পাশাপাশি স্বীকার করেছেন, আগে থেকেই ধারণা ছিল রেকর্ড ভাঙবেন গিল। তাই প্রস্তুতি নিয়েই এসেছিলেন উপহারের।

গিলের চোখে-মুখে ছিল সাফল্যের দীপ্তি, কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয়েছে আরও একটি রেকর্ড-ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রান। সেটি এখনো ধরে রেখেছেন গাভাস্কার (৭৭৪ রান)। মাত্র ২১ রানের জন্য গিলের তা ভাঙা হয়নি।

আরও পড়ুন