ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবার বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম

আপডেট : ০৭ মে ২০২৩, ০৩:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: আরও একদফা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ মে) সকালে ভোজ্যতেলের উৎপাদক সমিতি এ তথ্য জানায়। নতুন দাম আজ থেকেই কার্যকর করার কথা জানানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা। ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম পড়বে ৯৬০ টাকা। আর প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে, গত ১৮ ডিসেম্বরে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়েছিল সরকার। এছাড়া পাম তেলের দাম ৪ টাকা কমানো হয়েছিল। সেই হিসাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। এছাড়া পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

#বিডি/

আরও পড়ুন