গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তৃষ্ণা মেটাবে ‘শহীদ মীর মুগ্ধ সুপেয় পানি কর্নার’।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত এই পানি কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

উদ্বোধনের পরেই রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ও রাজধানী অভিমুখে যাত্রা করা দুটি ট্রেনের যাত্রীদের পানি সংগ্রহ করতে দেখা গেছে।
এ সময় যাত্রীরা বলেন, জয়দেবপুর রেলওয়েতে আগে সুপেয় পানির ব্যবস্থা ছিল না। ফলে যাত্রীদের পানি কিনে পান করতে হয়েছে। এখন সুপেয় পানির ব্যবস্থা থাকায় যাত্রীদের অনেক উপকার হয়েছে।
জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, মীর মুগ্ধ জাতির সামনে যে মানবিক আত্মত্যাগ দেখিয়েছে, এ সুপেয় পানির কর্নার থেকে যখন মানুষ পানি পান করবে, তখন সেই মানবিকতার কথা স্মরণ হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, পুলিশ সুপার চৌধুরী মো. জাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
