৭০ দিনের লাগাতার আন্দোলনের পরেও দাবি না মানায় আজ বুধবার সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। তাদের এ পদযাত্রা বেলা সাড়ে ১১টার দিকে শুরু হবে। পরে তারা স্মারকলিপি দেবে।
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের প্রায় দুই হাজার নারী কর্মকর্তা-কর্মচারী ৭০ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সরকারি দায়িত্ব পালন করা এই দক্ষ নারীকর্মীদের পদসৃজনপূর্বক রাজস্বখাতে অন্তর্ভুক্তকরণসহ দুই দফা দাবিতে তাদের এ লাগাতার অবস্থান কর্মসূচি চলমান।
সবশেষে বলা হয়, বারবার আলোচনা ও প্রতিশ্রুতি সত্ত্বেও এখন পর্যন্ত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় প্রকল্পের ভুক্তভোগী কর্মীরা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। পরে তারা স্মারকলিপি দেবেন।
