ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই কনসার্টে ছুরিসহ যুবক আটক

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

ঠাকুরগাঁওয়ে জুলাই কনসার্টে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিসহ জনি (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জেলা স্কুল বড় মাঠে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে। আটক জনি শহরের ফকিরপাড়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে এক কনসার্টের আয়োজন করে। কনসার্ট চলাকালে রাত ১০টার দিকে দর্শকদের মধ্যে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এতে কনসার্টস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষের স্থান থেকে জনিকে আটক করা হয়। পুলিশ তার শরীর তল্লাশি করে ১০ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, কনসার্টে ২ দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে জনি নামের এক যুবককে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

NJ
আরও পড়ুন