ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গুলশানে চাঁদাবাজি: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন অপু

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৩৬ পিএম

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

বুধবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানে চাঞ্চল্যকর ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত শুক্রবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানে আলমকে গ্রেপ্তারের কথা জানানো হয়।  

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ডিবি। 

সমন্বয়ক পরিচয় দিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় যান। ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দেন। পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদসহ পাঁচ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং ওই সময় কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান।    

LH/FJ
আরও পড়ুন