টানা বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সবজির সরবরাহ কমে গেছে, ফলে বাজারে দাম বেড়েছে। বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পেঁয়াজে, যার দাম এক সপ্তাহে ১৫-২০ টাকা বেড়ে এখন ৭৫-৮০ টাকা কেজি।
শুক্রবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী ও শ্যামবাজারে দেখা গেছে, বৃষ্টিতে সবজির সরবরাহ কমে গেছে। এতে করলা, বেগুন, পটল, চিচিঙ্গা, ঝিঙে, লাউ, ঢেঁড়সসহ মৌসুমি সবজির দাম বেড়েছে। শসা, বেগুন, ঢেঁড়সের দাম কেজিতে ৭০-৮০ টাকা, কাঁকরোল ৬৫-৭৫ টাকা, কচুর ছড়া ৭০ টাকা ও চিচিঙ্গা-ঝিঙে ৬০-৭০ টাকা হয়েছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এর ফলে পাইকারি দামের সঙ্গেই খুচরা দামের ফারাকও বেড়েছে।
অন্যদিকে, পেঁয়াজের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে কেজিতে ১৫-২০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়।
ব্যবসায়ীদের মতে, মৌসুমি পেঁয়াজের মজুত কমে যাওয়া ও আমদানির ওপর নির্ভরতা বাড়ায় দাম বেড়েছে। আবহাওয়া অনুকূলে না এলে দাম আরও বাড়তে পারে। কয়েক দিন আগেও পেঁয়াজ ছিল ৫৫-৬০ টাকা, হঠাৎ দাম বেড়ে যাওয়ায় কেনাবেচাতেও অস্বস্তি তৈরি হয়েছে।
ক্রেতারা বলেন, প্রতিনিয়ত খরচের পাল্লা ভারি হচ্ছে। বাজারে আসলে অস্বস্তি হচ্ছে। সব কিছুর দাম দিন দিন বাড়ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি সামাল দিতে সরবরাহ চেইন সচল রাখা, পরিবহন খরচ নিয়ন্ত্রণ ও প্রয়োজন হলে দ্রুত আমদানির ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা, যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।
ভোক্তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় পরিবারের মাসিক ব্যয় বেড়ে যাচ্ছে। তারা বাজার নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
ডিএসইতে মূলধন বাড়লো ২৮৫৬ কোটি টাকা
এনবিআর শাটডাউনে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে সরকার