ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৭

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন, জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯), শাহীন (৩৫)।

আদাবর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন- মো. মামুন অর রশিদ আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুছ (২২), মো. রুস্তম আলী (৫০)।

মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি এবং বিস্ফোরক আইনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

MH/FJ
আরও পড়ুন