আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৩৩ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তাদেরকে ‘ভারতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বর্ণনা করে শুক্রবার পাকিস্তানি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী এদিন বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় পরিচালিত এক অভিযানে এসব জঙ্গি নিহত হয়। নিহতদের ‘খারিজি’ হিসেবে বর্ণনা করা হয়েছে যা পাকিস্তানি তালেবানকে বোঝাতে সরকারের ব্যবহৃত একটি শব্দ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই জঙ্গিদের বাধা দিতে ‘সুনির্দিষ্ট’ গোলাগুলিতে মোকাবেলা করা হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর এই অভিযানে প্রশংসা করে একে সফল বলে আখ্যায়িত করেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান বলেছে, আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
এ ছাড়া পাকিস্তান প্রায়ই আফগানিস্তানের তালেবান সরকারকে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গিদের বিষয়ে নির্বিকার অবস্থান নেওয়ার অভিযোগ করে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তবে পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার জানায় নিহত জঙ্গিদের পেছনে ভারতের সমর্থন রয়েছে, যদিও এই অভিযোগের পক্ষে তারা কোনো প্রমাণ হাজির করেনি।
পাকিস্তান ও ভারত প্রায়ই একে অপরকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে। নয়াদিল্লি পাকিস্তানে জঙ্গিদের সহায়তার অভিযোগ অস্বীকার করে এবং সর্বশেষ ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করেনি।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২
মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামরিক বাহিনীকে অনুমোদন দিলেন ট্রাম্প
ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি