ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারের পক্ষ থেকে এ ঘটনায় যা যা করণীয় তা করা হচ্ছে। যদি আর কোনো অভিযোগ থাকে, তাহলে আরও পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পাঁচ থেকে ছয়জন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। ওই সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার কিছু পরই স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যমেরার ফুটেজ পায় পুলিশ। এরপর থেকে মহানগর গোয়েন্দা পুলিশ, র‍্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। 

MH/FJ
আরও পড়ুন