ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, চোখ তুলে ফেলার চেষ্টা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম

মাদারীপুরে চোর সন্দেহে ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় একজনের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ আগস্ট) ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাকির শেখ একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে। আটক ২ জন হলেন- একই এলাকার ইস্রাফিল মাতুব্বর (৪২) ও শ্রীনদী রায়েরকান্দি গ্রামের বাবুল শিকদার (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ওই এলাকায় ৩ যুবকের রহস্যজনক চলাফেরা দেখতে পান স্থানীয়রা। পরে ওই ৩ যুববকে চোর সন্দেহে ধাওয়া করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখ নামে এক যুবকের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ ৩ জনকে উদ্ধার করে।

এর মধ্যে গুরুতর জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

মাদারীপুরে সদর থানার ওসি আদিল হোসেন জানান, চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। এদের মধ্যে একজনের চোখ তুলে নেয়ার চেষ্টা করা হয়েছে।

NJ
আরও পড়ুন