স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে ফাঁকা গুলি ছুড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন পাকিস্তানের করাচিতে। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি এবং একটি আট বছরের শিশু রয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই তথ্য জানান।
করাচিজুড়ে এভাবে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্যাপন করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৬৪ জন। শহরের আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ওই শিশু, আর কোরাঙ্গি এলাকায় মারা গেছেন স্টিফেন নামের একজন ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ কয়েকটি এলাকায় মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।
এসব ঘটনায় ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। হতাহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সূত্র: জিও নিউজ
ভারতের উদ্দেশে কড়া বার্তা দিলেন শেহবাজ শরিফ