ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারত থেকে আসছে পেঁয়াজ, কমছে দাম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পিএম

দেশের বাজারে প্রতিনিয়ত বেড়ে চলেছে পেঁয়াজের দাম। তবে সেঞ্চুরি করার আগে পেঁয়াজ নিয়ে সুখবর পাওয়া গেছে। প্রায় ৮ মাস পরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
 
তিনি জানান, প্রায় ৮ মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে দীর্ঘ ৮ মাস পরে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

এর আগে, ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার (১২ আগস্ট) পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।

ব্যবসায়ীরা জানান, প্রায় ৮ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। তবে দেশের বাজারে দাম বাড়ার পর আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।

RF/AHA
আরও পড়ুন