ছবিটি পোস্ট করেছেন নিজের টিকটক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক মনোবিদ। সবুজে ভরা প্রাকৃতিক এক নিসর্গদৃশ্য- কেউ সেখানে দেখতে পাবেন এক পূর্ণ নারীকে, হাতে ঝুড়ি নিয়ে আপেল তুলছেন তিনি, কেউ বা আবার দেখবেন শুধু এক নারীর মুখ। আর তা থেকেই জানা যাবে দর্শকের প্রকৃতি কেমন, দাবি মনোবিদের।
গতকালের উত্তর
ছবির সামনের অংশে নারীদের মুখ: ১৫টি
গাছের মধ্যে লুকানো মুখ: ২৬টি
মোট মুখ = ১৫ + ২৬ = ৪১টি মুখ
