রাজধানীতে অবৈধ বনানী ফ্রেন্ডস ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) রাতে অভিযানে ৩১ বোতল মদ ও ৫২টি বিয়ার জব্দ করা হয়।
পুলিশ জানায়, এই ক্লাবে বিপুল পরিবাণ অবৈধ মদ মজুত করা আছে এমন সংবাদের ভিত্তিতে ওই ক্লাবে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ও ক্লাবে থাকা লোকজন এ সময় পালিয়ে যায়। এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বনানীতে থাকা এমন ক্লাবগুলোতে নিয়মিত অভিযান চলবে। এই ক্লাবের সঙ্গে কারা কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ।
