ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেন আপনার ফেসবুকে ফলোয়ার বাড়ছে না? জেনে নিন কারণগুলো

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম

বর্তমান সময়ে কম-বেশি সবাই সোশ্যাল মিডিয়া চালাতে অভ্যস্ত। ফেসবুকে সবাই যোগাযোগ, মতামত শেয়ার ও আয় করায় আগ্রহী। ফলোয়ার বাড়া এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভালো কনটেন্ট দিলেও ফলোয়ার না বাড়ার কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে।

নিচে এ বিষয়ে আলোচনা করা হলো।

ঠিক সময়ে পোস্ট : ফলোয়াররা যখন অনলাইনে থাকে না, তখন পোস্ট দিলে রিচ কমে যায়। নিজের পেজের ইনসাইট দেখে সেরা সময় বের করা দরকার এবং ওই সময়েই নিয়মিত পোস্ট করা জরুরি।

অতিরিক্ত পোস্ট : খুব বেশি পোস্ট দিলে ফলোয়ার বিরক্ত হয়ে আনফলো করে। অ্যালগরিদমও এক দিনে অতিরিক্ত পোস্টকে কম প্রোমোট করে।

পরিষ্কার ব্র্যান্ড আইডেন্টিটি না থাকা : প্রোফাইল ছবি, কভার, টোন, ভাষা সব মিলিয়ে যদি একরকম না হয়, তাহলে মানুষ আপনাকে মনে রাখতে পারবে না।

পোস্টের সময় : একদিনে কয়েকটি পোস্ট, তারপর কয়েকদিন পোস্ট নেই। এমন হলে ফেসবুক অ্যালগরিদম পোস্টের রিচ কমিয়ে দিতে পারে। তাছাড়া পোস্টে ধারাবাহিকতা না থাকলে ফলোয়াররা আগ্রহ হারায়।

নিজের প্রচার : শুধু নিজের পণ্য/সেবা বা সাফল্যের খবর পোস্ট করলে মানুষ বিরক্ত হয়। অন্তত ৮০ শতাংশ পোস্ট হতে হবে তথ্য, বিনোদন বা মূল্যবান কনটেন্ট; ২০% হতে পারে প্রচারণা।

নিম্নমানের কন্টেন্ট : এলোমেলো ফ্রেমিং, ঝাপসা ছবি বা অডিও খারাপ হলে দর্শক প্রথমেই স্ক্রল করে চলে যাবে। ফেসবুকে ভিজ্যুয়াল কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যোগাযোগ না রাখা : কমেন্টে উত্তর না দেওয়া, ইনবক্সে রেসপন্স না করা, এতে ফলোয়াররা উপেক্ষিত বোধ করেন। অ্যালগরিদমও কম এনগেজমেন্ট দেখে আপনার রিচ কমিয়ে দেয়।

একই ধরনের কনটেন্ট : একই মিম, খবর বা একই স্টাইলে পোস্ট করলে মানুষ আগ্রহ হারায়। ফলে পোস্টে বৈচিত্র্য রাখতে হবে।

কপি-পেস্ট কনটেন্ট : অন্য পেজের কনটেন্ট হুবহু কপি করলে দর্শক আপনাকে অনন্য মনে করবে না। অ্যালগরিদমও শেয়ার করা কনটেন্টের রিচ কমিয়ে দেয়।

ট্রেন্ড উপেক্ষা করা : ফেসবুক ট্রেন্ড, ভাইরাল চ্যালেঞ্জ বা চলমান আলোচনায় অংশ না নিলে নতুন অডিয়েন্স আকর্ষণ করা কঠিন হয়।

NB/SN
আরও পড়ুন