ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বরগুনায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম

বরগুনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মহিবুল্লাহ হারুন ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সুমন আবদুল্লাহসহ অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, শিবির হবে আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। কারণ শিবির তৈরি করছে মেধাবী, সৎ নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক। যাদের হাতে এই দেশ থাকবে নিরাপদ।

অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

NJ
আরও পড়ুন