ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তান আউট, হকি এশিয়া কাপে বাংলাদেশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৩:০১ পিএম

নিরাপত্তাজনিত কারণে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। পাকিস্তানের শূন্য স্থানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) নিশ্চিত করেছেন, ‘আজ দুপুরে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) থেকে আমন্ত্রণ পেয়েছি। ইনশাআল্লাহ, আমরা অংশ নেব এবং প্রস্তুতিও চলছে।’

বাংলাদেশ জাতীয় দল ১৪ আগস্ট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। অনুশীলনে অংশ নিচ্ছেন অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন এবং সিনিয়র দলের ১৮ জন খেলোয়াড়। কোচ মশিউর রহমান তত্ত্বাবধানে চলছে শেষ প্রস্তুতি।

বাংলাদেশ ১৯৮২ সাল থেকে এশিয়া কাপে নিয়মিত অংশ নিচ্ছে। সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেননি সোহানুর রহমান ও পুষ্কর খিসারা, তবে পাকিস্তানের নাম প্রত্যাহারের কারণে সুযোগ পেয়েছে বাংলাদেশ।

২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরে হবে হকি এশিয়া কাপ ২০২৫-এর ১২তম আসর। অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান ও চাইনিজ তাইপে। দক্ষিণ কোরিয়া সবচেয়ে সফল দেশ; পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন।

এশিয়া কাপ একই সঙ্গে ২০২৬ হকি বিশ্বকাপ বাছাইপর্ব। চ্যাম্পিয়ন দল সরাসরি ১৬ দলের বিশ্বমঞ্চে জায়গা পাবে।

আরও পড়ুন