ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুষ্টিয়ায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার  বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ইউনুস শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, গত রোববার বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে হৃদয় আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে কুমারখালী থানায় একটি অভিযোগ করা হয়। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহটি বাগারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হৃদয়কে হত্যা করা হয়েছে।

JMR
আরও পড়ুন