ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল যেন মনোনয়নপত্র ক্রয় করতে না পারে, সেজন্য মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগের কথা সাংবাদিকদের জানান তিনি।
রিজভী বলেন, ড. ইউনূসের সরকার ক্ষমতায় থাকলে কেন এই পরিস্থিতি হবে? আজ সারা দেশে আইন বহির্ভূতভাবে মব হচ্ছে। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারণ আজ সঠিকভাবে আইন প্রয়োগ করা হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, দেশে বেআইনি কর্মকাণ্ড বেড়েছে, সংখ্যালঘুরা জীবনহানির শিকার হচ্ছে। রংপুরে দুজন সংখ্যালঘুর মৃত্যুর ঘটনাও এর উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বিগত সরকারের সময়ে সাড়ে ৩ লাখ কোটি টাকার ঋণ খেলাপিদের ঋণ নবায়ন করা হয়েছে। বর্তমান সরকারের আমলেও দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপির ঋণ নবায়ন করা হয়েছে। এতে জনগণের আস্থা নষ্ট হয়েছে। তিনি ঋণ খেলাপিদের গ্রেপ্তার ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি জানান।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপিত কেন্দ্রগুলো বাতিল করারও দাবি জানান তিনি।
চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন মির্জা আব্বাস
মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার