ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অ্যান্ড্রয়েডে আসছে নতুন ফিচার

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার শুধু ছবি ও ভিডিও নয়, গুগলের ব্যাকআপ সুবিধায় যুক্ত হচ্ছে ডাউনলোডস ফোল্ডারও। এতদিন অ্যান্ড্রয়েডে অটো-ব্যাকআপের আওতায় ফটো, কনট্যাক্টস, অ্যাপস ও অন্যান্য নির্দিষ্ট ডেটা থাকলেও ডাউনলোড করা ফাইলগুলো সুরক্ষার বাইরে ছিল। ফলে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা মিডিয়া ফাইল হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যেতো।

তবে, সম্প্রতি গুগল প্লে সার্ভিসেসের নতুন সংস্করণে এমন একটি ফিচার যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের ডাউনলোডস ফোল্ডারকেও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপে রাখতে দেবে।

কী থাকবে নতুন আপডেটে?

  • ব্যবহারকারীরা চাইলে ছবির মতো ডাউনলোডস ফোল্ডারও গুগল ড্রাইভে অটো ব্যাকআপে রাখতে পারবেন।
  • এর জন্য আলাদা করে ম্যানুয়ালি ফাইল আপলোড করার দরকার পড়বে না।
  • ব্যাকআপকৃত ফাইল ও ফোল্ডার যেকোনো ডিভাইস থেকেই অ্যাক্সেসযোগ্য হবে, যদি গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকে।
  • প্রাথমিকভাবে ‘Documents’ ক্যাটাগরির নির্দিষ্ট ফাইলগুলো ব্যাকআপে অন্তর্ভুক্ত হতে পারে।

গুগল এখনই সব ধরনের ফাইলের জন্য ব্যাকআপ সুবিধা চালু করছে না। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির (বিশেষত ডকুমেন্ট টাইপের) ফাইল ব্যাকআপের আওতায় আনা হবে।

এখনো আনুষ্ঠানিকভাবে এই ফিচারের উন্মোচনের তারিখ ঘোষণা করেনি গুগল। তবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের আপডেটে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হবে।

উপকারিতা এক নজরে

  • গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারানোর ঝুঁকি কমবে
  • এক ডিভাইসে ব্যাকআপ নিলে অন্য ডিভাইস থেকেও ব্যবহার করা যাবে
  • ব্যবহারকারীর সময় ও ঝামেলা দুটোই কমবে

সূত্র: হিন্দুস্তান টাইমস

DR/MMS
আরও পড়ুন