ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বন্দরে তিতাসের অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:১৮ এএম

নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ৩টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে হোটেল তিনটিকে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) পরিচালিত এই অভিযানে মায়ের দোয়া ভান্ডারী রেস্টুরেন্ট, বিসমিল্লাহ ভাই ভাই হোটেল ও মামা ভাগিনা রেস্টুরেন্টে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

অভিযানটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন তিতাসের বন্দর জোনের প্রকৌশলী মো. জাহিন আমির খাঁন। অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম এবং মো. শাহ আলম রনিসহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ।

অভিযানের সময় দুটি স্পটে প্রায় ৫ কিলোমিটার এলাকায় ৩০০ বাড়ির ৫০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি বিতরণ লাইনের উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবিষ্যতে পুনরায় সংযোগ নেওয়া না যায়।

প্রকৌশলী জাহিন আমির খাঁন বলেন, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে এবং অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে।

DR/SN
আরও পড়ুন