আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ আগস্টের মধ্যে এই হিসাব নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ইসি সচিব মো. আখতার হামিদ স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গোডাউনগুলোর জায়গা খালি করে নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য প্রস্তুত রাখতে হবে। যদি কোনো গোডাউনে জায়গার সংকট থাকে বা পুরোনো মালামাল সরাতে প্রয়োজনীয় অর্থ প্রয়োজন হয়, তাহলে সেই বরাদ্দ চেয়ে কমিশনে আবেদন করতে বলা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের উপকরণ ক্রয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে কমিশন।
এদিকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরতে শিক্ষা পাঠ্যপুস্তকে বিষয়বস্তু সংযোজনের উদ্যোগ নিয়েছে ইসি। এজন্য গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা ও ছড়া জাতীয় লেখনী তৈরি করে তা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রচলিত পদ্ধতির সংসদ নির্বাচন মেনে নেওয়া হবে না: রেজাউল করীম
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়েছে সরকার: উপদেষ্টা আসিফ