ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হিলিবন্দরে বেড়েছে কাঁচামরিচের আমদানি

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বেড়েছে। আমদানি হওয়া কাঁচামরিচ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

ভারতের মোকামে প্রতি কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ রুপিতে। এর সঙ্গে কেজিপ্রতি ৩৭ টাকা আমদানি শুল্ক দিতে হওয়ায় হিলি বন্দরের পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে।

দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন পাইকাররা। শনিবার (২৩ আগস্ট) হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

আমদানিকারকরা জানান, দেশে চলমান বন্যায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। এর ফলে বাজারে চাহিদা বেড়েছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত ছয় দিনে ভারতীয় ৭২টি ট্রাকে ৬১৮ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

RF/SN
আরও পড়ুন